বুধবার - সেপ্টেম্বর ২৭ - ২০২৩

টরন্টো প্যাভিলিয়নে মমতাজ নাইট

টরন্টো প্যাভিলিয়নে মমতাজ নাইট

বন্ধুরা, সুখবর! আগামী ৪ঠা আগস্ট, বাংলাদেশ প্যাভিলিয়নে ‘মমতাজ নাইটে’ আরও ধামাকা নিয়ে আসছেন সুন্দরী, সুহাসিনী, সুকণ্ঠি গায়িকা, লাভলি দেব। সম্প্রতি তপন চৌধুরীর সাথে ডুয়েট গান ‘চান্দে মায়া লাগাইসে’ গেয়ে ব্যপক সমাদৃত হয়েছেন এই শিল্পী।

এ ছাড়াও ‘দিল এর চোখ’ গান দিয়ে তুমুল সারা জাগানো এই শিল্পীর অসংখ্য লোক গানের প্রতি বিশেষ দক্ষতা রয়েছে। তিনি সিলেট অঞ্চলের সুপরিচিত একজন লোকগানের শিল্পী, এবং দর্শক মাতানোর এক জাদুকরী প্রতিভা রয়েছে তাঁর।

- Advertisement -

কাজ করছেন সিলেট অঞ্চলের সমৃদ্ধ লোকগানের ভাণ্ডার থেকে বিলুপ্তপ্রায় একশত গানকে সঠিকভাবে রেকর্ড করে সেগুলোকে সংরক্ষণ করবার জন্য। ধামাকার উপর ডাবল ধামাকা নিয়ে আরও আসছে তরুণ প্রজন্মের হার্টথ্রব শিল্পী, বেলি আফরোজ। সম্প্রতি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী কুমার সানুর সাথে বাংলা ও হিন্দিতে গান গেয়ে ব্যাপক আলোড়ন তোলেন বেলি।

আর দেরী নয় বন্ধুরা, যারা এখনো টিকেট করেননি, আজই আপনার আসনটি সংরক্ষণ করুন। মমতাজ-লাভলি-বেলি এই তিন সুকণ্ঠি গায়িকার মোহনীয় সুরের আবেশে মন্ত্রমুগ্ধ হতে সবান্ধব চলে আসুন বাংলাদেশ প্যাভিলিয়নে, ৪ঠা অগাস্ট, সন্ধ্যা ছয়টায়।

- Advertisement -

Read More

Recent