বুধবার - সেপ্টেম্বর ২৭ - ২০২৩

বানফের সিঙ্গেল-ইউজ বর্জ্য কর্মানোর আইন কার্যকর

শনিবার কার্যকর হওয়া আইনের আওতায় কফি শপ ও রেস্তোরাঁগুলোকে এখন থেকে স্ট্র পাত্র ও কাপের ঢাকনা ছাড়াই খাবার ও পানীয় পরিবেশন করতে হবে এগুলোর জন্য ভোক্তাদের অবশ্যই চাইতে হবে

বানফ শহরের সিঙ্গেল-ইউজ বর্জ্যরে পরিমাণ কমানোর বাইল কার্যকর হয়েছে। কানাডা দিবসে আইনটি কার্যকর হয়।

শনিবার কার্যকর হওয়া আইনের আওতায় কফি শপ ও রেস্তোরাঁগুলোকে এখন থেকে স্ট্র, পাত্র ও কাপের ঢাকনা ছাড়াই খাবার ও পানীয় পরিবেশন করতে হবে। এগুলোর জন্য ভোক্তাদের অবশ্যই চাইতে হবে। টাউন অব বানফের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।

- Advertisement -

প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ডিসপোজেবল অ্যাকসেসরিজের জন্য সেল্ফ-সার্ভ স্টেশনের ব্যবস্থঅ করে দিতে পারবে। তবে অবশ্যই তা হতে হবে পুনর্ব্যবহার উপযোগী সামগ্রী।

এ ছাড়া শনিবার আরও একটি বাইল কার্যকর করা হয়েছে। আইনটি অনুযায়ী, গ্রাহকরা চাইলে প্রতিষ্ঠানগুলো তাদেরকে পুনর্ব্যবহারযোগ্য কাপ ও কনেটইনার দিতে পারবে। তবে গ্রাহককে অবশ্যই সেগুলো বাড়ি নিয়ে যেতে হবে।

- Advertisement -

Read More

Recent