শুক্রবার - ডিসেম্বর ১ - ২০২৩

স্কারবোরোর অ্যাপার্টমেন্টে আগুন দেওয়া একজন গ্রেপ্তার

সপ্তাহখানেক আগে স্কারবোরোর একটি অ্যাপার্টমেন্টে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টরন্টো পুলিশের ভাষ্য অনুযায়ী, ওয়ার্ডেন ও সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ের কাছে ক্লেয়ারলি-বির্চমাউন্ট এলাকার একটি অ্যাপার্টমেন্টে রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে দুই নারী প্রবেশ করেন। এলিভেটর লবিতে প্রবেশের সময় একজনের হাতে গ্যাস ক্যান ছিল।

- Advertisement -

পুলিশ বলছে, ২০১৬ ব্ল্যাক লিঙ্কন এমকেসি দিয়ে সিওয়াইইডব্লিউ২৮৪ লাইসেন্স প্লেটের একটি গাড়িযোগে তারা পালিয়ে যাওয়ার আগে অ্যাপার্টমেন্ট একটি ইউনিটের দরজায় আগুন ধরিয়ে দেন। অ্যাপার্টমেন্টটিতে আগুন দেওয়ার সময় দুই ব্যক্তি এর ভেতরে ছিলেন। তবে তারা আহত হননি।

সন্দেহভাজনদের একজন হলেন ৩৪ বছর বয়সী আন্দ্রিয়া জামির। আরেকজন ২৩ বছর বয়সী ডাস্টিনা পেরেজ। আগুন দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

সুঠাম দেহের ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জামিরের ওজন ১৭০ পাউন্ড। তার চুলের রঙ কালো এবং চোখ বাদামী। সর্বশেষ তাকে একটি কালো রঙের ট্যাঙ্ক টপ, কালো শর্টস ও সিলভার রঙের ফেস মাস্ক পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। তার পায়ে ছিল কালো ¯িœকার।

সুঠাম দেহের পেরেজের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং তার চুল ও চোখের রঙ বাদামী। সর্বশেষ তাকে সাদা ট্যাঙ্ক টপ, কালো শর্টস ও সাদা স্যান্ডেল পরিহিত অবস্থায় দেখঅ গিয়েছিল। তাদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪১০০ নাম্বারে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Read More

Recent