বৃহস্পতিবার - মার্চ ২৮ - ২০২৪

প্রাদেশিক রাজনীতিকদের বেতন ৩০ হাজার ডলার বৃদ্ধি

কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু

প্রাদেশিক রাজনীতিকদের বেতন ৩০ হাজার ডলার বৃদ্ধির প্রস্তাব করার জন্য সাহসের প্রয়োজন ছিল বলে জানিয়েছেন কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু। কোয়ালিশন অ্যাভেনির কুইবেক’স (সিএকিউ) পার্টির সম্মেলনে শনিবার এই মন্তব্য করেন তিনি। মন্ট্রিয়লের ১৫০ কিলোমিটার পূর্বে কুইবেকের শেরব্রুকে এই সম্মেলন হচ্ছে।

তার সরকার এ সপ্তাহে একটি বিল প্রস্তাব করেছে, যেখানে নির্বাচিত কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ১ হাজার ৫৬১ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ৩১ হাজার ৭৬৬ ডলার প্রস্তাব করা হয়েছে। কানাডার প্রাদেশিক রাজনীতিকদের মধ্যে এটাই সর্বোচ্চ বেতন।

- Advertisement -

বেতন বৃদ্ধির এই প্রস্তাব সর্বসম্মতভাবে সমর্থন করেছে সরকারি দলের ককাস। শক্তিশালী প্রার্থী আকর্ষণের অংশ হিসেবে এ বছরের গোড়ার দিকে একটি কমিটি এই সুপারিশ করেছিল।

সাংবাদিকদের লেগু বলেন, জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই চলছে এবং তাদের মূল বেতন বৃদ্ধির জন্য সাহস থাকাটা জরুরি।

অন্যান্য দায়িত্বের কারণে আইন পরিষদের ১২৫ নির্বাচিত সদস্যের প্রত্যেকেই মূল বেতনের চেয়ে বেশি আয় করে থাকেন। কিন্তু এখন প্রিমিয়াম ও কেবিনেট মন্ত্রীসহ সবার বেতনই বাড়ছে।

- Advertisement -

Read More

Recent