বৃহস্পতিবার - মার্চ ২৮ - ২০২৪

পোস্টারে রহস্য, কোরবানির ঈদে মুক্তি পাবে ‘অন্তর্জাল’

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে পরিচালক দীপংকর দীপন নির্মাণ করেছেন দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। আসছে কোরবানির ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

- Advertisement -

সিনেমা মুক্তিকে সামনে রেখে এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে আজ শনিবার বিকালে প্রকাশ করা হয়েছে ‘অন্তর্জাল’ এর প্রথম অফিসিয়াল পোস্টার। যেখানে দেখা দিয়েছেন ছবির কেন্দ্রীয় চরিত্রের শিল্পীরা। আছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান প্রমুখ। সবার পেছনে রহস্যময় চাহনিতে রয়েছেন অমিত সিনহা; যাকে দেখা যাবে খল চরিত্রে।

সিনেমার মূল ভাবনার সঙ্গে মিল রেখে পোস্টারে রহস্য-রোমাঞ্চের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। এয়ে অভিনয় করা শিল্পীদের মাথায় দেখা গেছে হ্যাকারদের প্রতীক হিসেবে পরিচিত ‘কালো হুডি’। এর মাধ্যমে বোঝানো হয়েছে, হ্যাকারদের ধরতে কিংবা মোকাবিলা করতে হলে হ্যাকার হতে হয়।

নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, ছবির কাজ পুরোপুরি শেষ। কয়েকদিনের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে।

দীপন বলেন, ‘এই ধরনের সিনেমার কাজ তো আসলে শেষ হয়েও হয় না। কেননা ভিএফএক্সের কাজ যত করা যায়, যতটা সময় পাওয়া যায়, ততই ভালো।’

সিনেমার গল্প প্রসঙ্গে দীপন বলেন, ‘এটা সো কল্ড প্রেমের ছবি না। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। আপনারা লক্ষ্য করবেন আমার এক একটা ছবি এক এক ঘরানার। যেমন প্রথমটা ছিলো পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ। বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে।’

তিনি আরও বলেন, ‘এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি সহজ করে সাইবার বিষয়গুলো তুলে ধরতে।’

অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Read More

Recent