বুধবার - এপ্রিল ২৪ - ২০২৪

এবার রবি চৌধুরীর পুরস্কার চুরি, বললেন ‘শিক্ষা হয়ে গেছে’

কিছুদিন আগেই কণ্ঠশিল্পী ন্যান্সির বাসা থেকে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু অলংকার চুরি হয়। সে ঘটনায় একটি মামলা বর্তমানে চলমান। তারই মাঝে এবার চুরি হলো আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর বাসায়।

- Advertisement -

ঘটনা মোটামুটি একই। ন্যান্সির মতো রবি চৌধুরীর বাসা থেকেও তার প্রাপ্ত কিছু পুরস্কার চুরি হয়েছে। এ ঘটনায় গায়ক তার ৩৫ বছরের সংগীত ক্যারিয়ারের অনেক পুরস্কারই হারিয়ে ফেলেছেন। যদিও তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি।

রবি চৌধুরী বলেন, ‘আমার দুটি বাসা। একটি পুরান ঢাকার ওয়ারিতে, আরেকটি বাড্ডায়। বাড্ডার বাসাটি ভাড়া দিয়েছিলাম পরিচিত একজনকে। সেখানেই পুরস্কারগুলো রাখা ছিল। যখন সেগুলো খুঁজতে গিয়ে পেলাম না, তখন দারোয়ান বলল, সে নাকি দেখেছে কাজের লোকেরা অ্যাওয়ার্ডগুলো ভেঙে তামা ও পিতল বিক্রি করছে।’

আইনি পদক্ষেপের বিষয়ে গায়ক বলেন, ‘কাজের লোকদের জিজ্ঞাসার পর তারা ঘটনা অস্বীকার করেছে। এমনকি তারা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়েও চুরির বিষয়টি অস্বীকার করেছে। ঘটনাটি কিছুদিন আগের। তাই আইনি পদক্ষেপ নেইনি। তবে ওই ঘটনার পরপরই ফ্ল্যাটটি খালি করে ফেলি।’

রবি চৌধুরী আরও বলেন, ‘বাসাটি আপাতত খালিই আছে। কাউকে আর ভাড়া দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যা হারিয়েছি, তাতে শিক্ষা হয়ে গেছে। সান্ত্বনা এটুকু যে, ভক্ত ও শ্রোতাদের ভালোবাসা এখনো নিজের কাছেই আছে।’ সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Read More

Recent