শুক্রবার - ডিসেম্বর ১ - ২০২৩

ক্যাসপাররে কানাডয়িান ব্যবসা কনিছে স্লপি কান্ট্রি

ক্যাসপার স্লিপ ইনকর্পোরেশনের কানাডিয়ান ব্যবসা অধিগ্রহণের ঘোষণা দিয়েছে স্লিক কান্ট্রি কানাডা হোল্ডিংস ইনকর্পোরেশন

ক্যাসপার স্লিপ ইনকর্পোরেশনের কানাডিয়ান ব্যবসা অধিগ্রহণের ঘোষণা দিয়েছে স্লিক কান্ট্রি কানাডা হোল্ডিংস ইনকর্পোরেশন। টরন্টোভিত্তিক ম্যাট্রেসের খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান স্লিপ কান্ট্রি এজন্য যুক্তরাষ্ট্রের ম্যাট্রেস-ইন-বক্স কোম্পানির কানাডিয়ান ব্যবসাকে পরিশোধ করবে ২ কোটি ৬ লাখ ডলার।

আগামী চার বছরে মার্কেটিং ট্রানজিশন ফি বাবদ স্লিক কান্ট্রি পাবে ৪৫ লাখ ডলার। এ ছাড়া তিন বছরের ওয়ায়েন্ট যা কাসপারে তাদের এক শতাংশ শেয়ারে পরিণত হবে।

- Advertisement -

স্লিপ কান্ট্রির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট শায়েফার বলেন, বৈশি^ক ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ক্যাসপার বিশ্বব্যাপী ১০০ কোটি ডলার বিনিয়োগে করেছে। কানাডায় ক্যাসপারের ব্র্যান্ড ছড়িয়ে দিতে আগ্রহী আমরা। ক্যাসপারের সঙ্গে কাজ করার জন্য কোম্পানি অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ, স্লিপ কান্ট্রি দীর্ঘ মেয়াদি কৌশলগত প্রবৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রাখতে চায়।

ক্যাসপারের প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি অ্যারেল বলেন, ক্যাসপারের সঙ্গে উত্তম চর্চাগুলো ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে স্লিপ কান্ট্রির প্রবৃদ্ধি নিশ্চিত হবে।

আগামী পাঁচ বছরের জন্য কনভার্টিবল নোটেও ২ কোটি ডলার বিনিয়োগ করছে স্লিপ কান্ট্রি, যা ক্যাসপারের ৫ শতাংশ শেয়ারে রূপান্তরিত হবে।

এর আগে ২০১৮ সালে অনলাইন ম্যাট্রেস ফার্ম এন্ডি ৮ কোটি ৮৭ লাখ ডলারে অধিগ্রহণ করে স্লিপ কান্ট্রি।

- Advertisement -

Read More

Recent