বৃহস্পতিবার - মার্চ ২৮ - ২০২৪

গতিসীমা লঙ্ঘন করায় চালকের বিরুদ্ধে অভিযোগ

হাইওয়ে ৪০১ এর অধিকাংশ স্থানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ কিলোমিটার

টরন্টোর মহাসড়কে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় এক মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নর্থ ইয়র্কের লেসলি স্ট্রিটের কাছে হাইওয়ে ৪০১ এ ঘটনাটি ঘটে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

হাইওয়ে ৪০১ এর অধিকাংশ স্থানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

- Advertisement -

পরিচয় প্রকাশ না করা ওই চালক গাড়ি চালানোর সশয় অপ্রকৃতিস্থ ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, ওই চালকের বিরুদ্ধে স্টান্ট ড্রাইভিং, ডেঞ্জারাস ড্রাইভিং ও ইমপেয়ারড ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে।

এ কারণে ওই চালকের ড্রাইভার লাইসেন্স ৯০ দিনের জন্য বাতিল করা হয়েছে। সেই সঙ্গে গাড়িটিও দুই সপ্তাহের জন্য জব্দ করা হয়েছে। পুলিশের তরফ থেকে এ ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

- Advertisement -

Read More

Recent