মঙ্গলবার - এপ্রিল ১৬ - ২০২৪

সামুদ্রিক প্রাণী রক্ষায় জাতিসংঘের চুক্তির প্রশংসা

গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে স্বাক্ষরিত নতুন চুক্তির প্রশংসা করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। জাতিসংঘের সদস্য দেশগুলো মতৈক্যে পৌঁছানোর পর শনিবার শেষদিকে ঐকব্যদ্ধ এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশে^র অর্ধেকের বেশি এই চুক্তির আওতায় চলে আসবে।

- Advertisement -

এই চুক্তির প্রশংসা করে গ্রিনপিচ কানাডা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, সমুদ্রকে রক্ষায় এটা বড় ধরনের অর্জন।

সমুদ্রে সামুদ্রিক প্রাণী রক্ষায় এটি অবিশ^াস্য উদ্যোগ বলে মন্তব্য করেছে সিব্লু কানাডা। একই সঙ্গে ঐতিহাসিক এই মুহুর্তের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছে তারা।

সমুদ্রে জাতীয় জলসীমা বহির্ভুত অংশকে হাই সি বলা হয়। এখানকার জীববৈচিত্র্য রক্ষার হালনাগাদ কর্মকাঠামো নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে আলোচনা চলে আসছিল। কিন্তু এর আগে চুক্তিতে উপনীত হওয়ার একাধিক প্রচেষ্টা স্থগিত হয়ে যায়।
নতুন এই চুক্তির আওতায় সামদ্রিক প্রাণী সংরক্ষণ ও হাই সিতে মেরিন প্রোটেক্টেড এরিয়া (এমপিএ) প্রতিষ্ঠায় নতুন একটি সংস্থা গঠন করা হবে।

- Advertisement -

Read More

Recent