বৃহস্পতিবার - এপ্রিল ২৫ - ২০২৪

পইড়া গেছি ফান্দে রে!

কার্টুনঃ সুজন চৌধুরী

শ্যালকপুত্র অর্থাৎ কিনা শালা অর্থাৎ হালার পো
খালার পুত্র হইলে পরে বলিস না ক্যান –খালার পো!
তখন সেটা খালাতো ভাই?
হইলো বিষম জ্বালা তো ভাই!
রাগাশ্রয়ী গান মানে তো গান যেটা রাগ আশ্রিত, না?
বাঘের উপর সওয়ার হলে বলবি কি বাঘ আশ্রিত? না।
মামার পুত্র মামাতো ভাই, নানার পুত্র নানাতো?
নানাতো ভাই বলিস না ক্যান? ক্লিয়ার কইরা জানা তো!
নানাতো ভাই না বলে ক্যান ‘মামা’ বলিস? (গাধানি?)
নতুন কইরা শিখতে হবে সারে গামা পাধানি?
বাংলা ভাষায় এমুন ক্যাচাল কে বাঁধাইছে? নামটা দে
ধইরা তারে লৌড়ানি-মাইর না পারলে মুখ ঝামটা দে।
আমরা নাদান সহজ সরল পইড়া গেছি ফান্দে রে
খালার পো আর নানাতো ভাই উপ্তা হয়া কান্দে রে……

অটোয়া ০৯ মার্চ ২০২৩

- Advertisement -

Read More

Recent