শুক্রবার - এপ্রিল ১৯ - ২০২৪

সুদের হার অপরিবর্তীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধির ব্যাপারে আরও আগ্রাসী অবস্থানে থাকলেও ধীরে চলো নীতিতে আছে ব্যাংক অব কানাডা

বছরে প্রথমবারের মতো নীতির্নিধারণী সুদের হার অপরিবর্তীত রেখেছে ব্যাংক অব কানাডা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধির ব্যাপারে আরও আগ্রাসী অবস্থানে থাকলেও ধীরে চলো নীতিতে আছে ব্যাংক অব কানাডা।

কানাডার কেন্দ্রীয় ব্যাংক বুধবার বলেছে, সাম্প্রতিক অর্থনৈতিক উপাত্ত মূল্যায়নের ভিত্তিতে নীতিনির্ধারণী সুদের হার ৪ দশমিক ৫ শতাংশে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। গভর্নিং কাউন্সিল অর্থনীতির গতিবিধি এবং আগের সুদের হার বৃদ্ধির প্রভাবেব ওপর চোখ রাখছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার মধ্যে আনতে প্রয়োজন হলে সুদের হার আরও বৃদ্ধির ব্যাপারে প্রস্তুত রয়েছে।

- Advertisement -

কেন্দ্রীয় ব্যাংক গত বছর সুদের হার দ্রুত বৃদ্ধি করে। বলা যায়, প্রায় শূন্য থেকে ৪ দশকি ৫ শতাংশে উন্নীত করে, ২০০৭ সালের পর যা সর্বোচ্চ। অষ্টমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘোষণা দেয় গত জানুয়ারিতে। সেই সময় তারা বলেছিল, অর্থনীতি প্রাক্কলন অনুযায়ী থাকলে নীনির্ধারণী সুদের এই হার ধরে রাখবে তারা।

ব্যাংক অব কানাডা বুধবার নীতিনির্ধারণী সুদের হার স্থিতিশীল রাখবে বলে ধারণা ছিল অর্থনীতিবিদদেরও। কারণ, আরেক দফা সুদের হার বৃদ্ধির সময় এখনো আসেনি। এছাড়া অর্থনীতিও কেন্দ্রীয় ব্যাংওকের প্রত্যাশিত পথেই আছে। তারা চেয়েছিল অর্থনৈতিক কর্মকা-ের শ্লথতা।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে অবাক হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার। ব্যাংক অব কানাডার এই অবস্থান যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বিপরীত। ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।

লাভাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক স্টিফেন গর্ডন বলেন, যুক্তরাষ্ট্রের মুদ্রা নীতির একটা প্রভাব কানাডার ওপর রয়েছে। যুক্তরাষ্ট্রে সুদের উচ্চ হার বিনিয়োগকারীদের কাছে কানাডাকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য করে তুলতে পারে। সেই সঙ্গে ডলারের মান দুর্বল হওয়ার পাশাপাশি কানাডার আমদানি ব্যয় বেড়ে যেতে পারে।

সাম্প্রতিক উপাত্ত বলছে, জানুয়ারিতে কানাডায় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। তবে অর্থনীতিতে প্রবৃদ্ধি গত বছরের চতুর্থ প্রান্তিকে দেখা যায়নি।

- Advertisement -

Read More

Recent