শুক্রবার - এপ্রিল ১৯ - ২০২৪

অ্যালকোহলের নিরাপদ মাত্রা সম্পর্কে জানা দরকার কানাডিয়ানদের

কী পরিমাণ অ্যালকোহল স্ট্যান্ডার্ড কানাডিয়ানদের তা জানার অধিকার রয়েছে বলে জানিয়েছেন মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন মন্ত্রী ক্যারোলিন বেনেট। তবে এ সংক্রান্ত তথ্য লেবেলে লেখার ব্যাপারে কোম্পানিগুলোকে বাধ্য করার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

- Advertisement -

কী পরিমাণ অ্যালকোহল সেবন নিরাপদÑকানাডিয়ান সেন্টার অন সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড অ্যাডিকশন সে ব্যাপারে নতুন পরামর্শ জারি করার কয়েক সপ্তাহ পর এই মন্তব্য করলেন বেনেট। সেন্টারের পক্ষ থেকে বলা হয়, সপ্তাহে দুইটি স্ট্যান্ডার্ড ড্রিংক আপনাকে অ্যালকোহল সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি থেকে দূরে রাখবে।

নীতিমালায় এটাও বলা হয়েছে যে, অ্যালকোহলের ক্যান ও বোতলে অ্যালকোহলের স্বাস্থ্য ঝুঁকি এবং নিরাপদ পানের মানদ- বাধ্যতামূলকভাবে লেবেলে উল্লেখ করতে হবে।

বেনেট বলেন, লোকজন অ্যালকোহন কিনতে গেলে তাদেরকে এসব তথ্য সরবরাহ করতে হবে। তবে শিল্পটি লেবেলিং ইস্যুটি নিজেরাই বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent