বৃহস্পতিবার - এপ্রিল ২৫ - ২০২৪

কানাডায় ভাড়া বেড়েছে গড়ে ১০.৭%

বাড়ি ভাড়া গড়ে ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে

জানুয়ারিতে কানাডায় বাড়ি ভাড়া গড়ে ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা নবম মাসের মতো ভাড়া দুই অংকের ঘরে বৃদ্ধি পেল।

রেন্টালসডটসিএ এবং আরবানেশনের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে বাড়ি ভাড়া দাঁড়িয়েছে গড়ে ১ হাজার ৯৯৬ ডলার, যা ডিসেম্বরের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। তবে ২০২০ সালের জানুয়ারির সঙ্গে তুলনা করলে কানাডায় বাড়ি ভাড়া বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। আর তিন বছর আগের একই সময়ের সঙ্গে তুলনা করলে জানুয়ারিতে বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ৩ দশমিক ২ শতাংশ।

- Advertisement -

আরবানেশনের প্রেসিডেন্ট শন হিল্ডব্র্যান্ড বলেন, এই পরিসংখ্যান এটাই ইঙ্গিত করছে যে, ২০২৩ সাল শুরু হয়েছে ২০২২ সাল যেখানে শেষ হয়েছে সেখান থেকেই। কিন্তু ভাড়া বেড়েছে ব্যাপক, সরবরাহ কমেছে এবং চাহিদা বেড়েছে দ্রুত।

জানুয়ারিতে কন্ডো ও অ্যাপার্টমেন্টের ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে ভ্যানকুভার ও ক্যালগেরিতে যথাক্রমে ২২ দশমিক ৯ ও ২২ দশমিক ৭ শতাংশ। একই সময়ে টরন্টোতে কন্ডো ও অ্যাপার্টমেন্টের ভাড়া বেড়েছে ২০ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

Read More

Recent