আমি কেমন আছি তুই এসে দেখে যা নিখিলেশ…

আমি কেমন আছি তুই এসে দেখে যা নিখিলেশ...

গতকাল থেকেই জানা ছিলো–সারা রাত স্নো পড়বে। ঘুম থেকে উঠে শ্বেতশুভ্র অটোয়ার চেহারা দেখবো–এমন একটা প্রস্তুতি তো ছিলোই। হলোও তাই। আমার দশ তলা এপার্টমেন্ট বিল্ডিং-এর বেলকনি থেকে যতো দূর দেখা যায় শুধু শাদা আর শাদা। গাড়ি শাদা বাড়ি শাদা রাস্তা শাদা মাঠ শাদা এমনকি গাঢ় সবুজ পত্রপল্লবে ছাওয়া গাছগুলোও শাদা হয়ে আছে! এই দৃশ্য আমার চেনা। মুঠোফোনে কয়েকটা ছবি তুলে নিলাম। শার্লিকে বললাম আমারও দুয়েকটা ছবি তুলে দিতে। বাতাসের প্রবল ঝাপটায় আমার চোখে মুখে এবং উইন্টার জ্যাকেটের ওপরও পড়ছে বরফের কণা। দশতলার বেলকনি থেকে নানান রকম এঙ্গেলে তোলা কয়েকটা ছবি আপলোড করা হলো আমার ফেসবুক পাঠক বন্ধুদের জন্যে।

অটোয়ায় আজ জানুয়ারির ১৩ তারিখ। সুতরাং ১৩টা ছবি আপলোড করাটাই জায়েজ।

ওয়েদার ফোরকাস্ট ডিপার্টমেন্টের ঘোষণা অনুযায়ী আজ সারাদিন বরফ পড়বে অটোয়ায়।

আমি কেমন আছি তুই দেখে যা নিখিলেশ…

হ্যাপি স্নো ডে…

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent