শুক্রবার - এপ্রিল ২৬ - ২০২৪

কিং চার্লসের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রুডোর আলোচনা

ট্রুডোর কার্যালয় থেকে বলা হয়েছে গত মাসে মন্ট্রিয়লে অনুষ্ঠিত কপ১৫ জীববৈচিত্র্য সম্মেলন নিয়ে তিনি ও কিং চার্লস আলোচনা করেন

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিং চার্লসের সঙ্গে আলোচনা করেছেন তার কেন্দ্রে ছিল জলবায়ু পরিবর্তন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুডোর কার্যালয় থেকে বলা হয়েছে, গত মাসে মন্ট্রিয়লে অনুষ্ঠিত কপ১৫ জীববৈচিত্র্য সম্মেলন নিয়ে তিনি ও কিং চার্লস আলোচনা করেন। ওই সম্মেলনে প্রায় ২০০ দেশ ঐতিহাসিক সংরক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের ধারণা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে।

- Advertisement -

জ্যামাইকায় পারিবারিক অবকাশ যাপন থেকে ফিরে ও নর্থ আমেরিকান লিডার্স সামিটে যোগ দিতে মেক্্িরকো যাওয়ার আগে অটোয়া থেকে কিং চার্লসের সঙ্গে কথা বলেন ট্রুডো। এর আগে সেপ্টেম্বরে রানী এলিজাবেথ দ্বিতীয়র শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে গিয়ে লন্ডনে তার সঙ্গে দেখা করেন জাস্টিন ট্রুডো। আগামী মে মাসে রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ট্রুডো অপেক্ষা করে আছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

- Advertisement -

Read More

Recent