শুক্রবার - সেপ্টেম্বর ২৯ - ২০২৩

৩এমটি প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের আতিয়া বিনতে আমিন

আতিয়া বাংলাদেশি হলেও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কানাডার হয়ে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত থ্রি মিনিটস থিসিস (৩এমটি) প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশের ময়মনসিংহের মেয়ে আতিয়া বিনতে আমিন। আতিয়া বাংলাদেশি হলেও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কানাডার হয়ে। কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটির হিউম্যান জেনেটিক্সের পিএইচডি শিক্ষার্থী তিনি। ম্যাকগিল ইউনিভার্সিটির প্রথম শিক্ষার্থী হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনলাইন নিউজলেটারে তাকে প্রশংসা করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিন মিনিটের মধ্যে তাদের গবেষণার বিষয়বস্তু তুলে ধরেন। আতিয়ার গবেষণার বিষয়বস্তু ছিল ব্ল্যাক ফিবার বা কালা জ¦র। আতিয়া সম্মানজনক এই পুরস্কার বিজয়ী প্রথম বাংলাদেশিও। প্রতিযোগিতার জন্য আতিয়াকে প্রথমে কানাডার আন্তঃবিশ^বিদ্যালয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়লাভ করতে হয়। এরপর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য যোগ্য বিবেচিত হন তিনি। পুরস্কার হিসেবে আতিয়া ২ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকা পাচ্ছেন।

- Advertisement -

বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোকে আতিয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এ বছরের প্রতিযোগিতা খুবই কঠিন ছিল। আমার ওপর যথেষ্ট চাপ ছিল। তারপরও প্রতিযোগিতায় উপস্থিত দর্শকদের ভোটে সর্বোচ্চ নম্বর পেয়েছি আমি।

আতিয়ার শৈশব কেটেছে ময়মনসিংহে। সেখানে তার শিক্ষাজীবন কেটেছে ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও কলেজে। এরপর তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে ভর্তি হন। এরপর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ^বিদ্যালয় থেকে ¯œাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।

আতিয়া ২০১৯ সালে ম্যাকগিল ইউনিভার্সিটিতে তার পিএইচডি শুরু করেন। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকা-ে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভেনিয়ের স্কলারশিপও পেয়েছেন। ২০২২ সালে যে ৫০ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছেন আতিয়া তাদের অন্যতম। এছাড়া এই স্কলারশিপ পাওয়া বাংলাদেশের প্রথম নারী শিক্ষার্থী এবং দ্বিতীয় বাংলাদেশিও তিনি।

৩এমটির চূড়ান্ত পর্যায়ে আতিয়া কালা জ¦র প্রতিরোধ ও এর ওষুধ নিয়ে কথঅ বলেন। কারণ, বর্তমানে যেসব ওষুধ রয়েছে তার বেশিরভাগই এখন আর কালা জ¦রে কাজ করছে না। সেই সঙ্গে তিনি তার নিজস্ব গবেষণাও তুলে ধরেন। রোগটি কানাডায় পায় অপরিচিত।

- Advertisement -

Read More

Recent