বৃহস্পতিবার - মার্চ ২৮ - ২০২৪

বছরের শেষ ছড়া > ভূতের নাতির বিদেশ যাত্রা

ছবিতানদিম এক্স ভিজুয়্যাল

ভূতের ছড়ার একটা সিরিজ শুরু করেছিলাম এ বছর। বছর ফুরিয়ে গেলো কিন্তু অলস আমার সিরিজ তো সম্পূর্ণ শেষ হলো না! অনেকগুলো ভূত ‘সিন্দাবাদের ভূতের মতো’ চেপে বসে আছে ঘাড়ে

সবক’টাকে না নামানো পর্যন্ত স্বস্তি নেই। সুতরাং বছরের শেষ ছড়াটা নামালাম সেই ভূতকে পাকড়ে ধরেই!–

- Advertisement -

বছরের শেষ ছড়া > ভূতের নাতির বিদেশ যাত্রা

লুৎফর রহমান রিটন

সবাই জানে আমার সঙ্গে ভূতের অনেক খাতির

দাদুর সঙ্গে যেমন তেমন সবচে বেশি নাতির।

ভূতের নাতি চালাক চতুর থাকতে চায় না ঘরে

সারাক্ষণই তাথৈ তাথৈ তিড়িং বিড়িং করে!

ভূতের নাতির সঙ্গে ছিলো খাতির হাতির সনে

হাতির সনে ঘুরে বেড়ায় নাতি বনে বনে।

বনে বনে ঘুরতে ঘুরতে নাতির হলো কী যে

শিশির ভেজা দুর্বা ঘাসে পা গেলো তার ভিজে।

ভোরের শীতল বাতাস লেগে শিশির ভেজা পা-য়

ভূতের নাতির খুক খুক খুক ঠান্ডা লেগে যায়।

কাশতে কাশতে নাতির চোখে সর্ষে ফুলের ঢল

জ্বরের সঙ্গে কাঁপুনিটাও বাড়ছে অবিরল…

ঠান্ডা থেকে ভূতের নাতির হৈলো ‘নিমুনিয়া’!

থেতিস্কোপটা ঝুলিয়ে গলায় কে এসেছেন?–টিয়া।

টিয়া অর্থাৎ টিয়ে পাখি ভূতের চিকিৎসক

গাঢ় সবুজ এপ্রোন তার করছে কী চকচক!

বদ্যি টিয়ের প্রেস্ক্রিপশন–খুবই হালকা ডোজ

বরফ গলা ঠান্ডা জলে নাইতে হবে রোজ!

‘নিমুনিয়া’ পালিয়ে যাবে বরফ জলের শীতে

অব্যর্থ দাওয়াই এটা কাশির বিপরীতে।

নিমুনিয়ায় ভূতের মরণ মোটেও শুভ নয়

ঘটলে এমন ভূত সমাজে নিন্দা রটার ভয়।

বাংলাদেশে কোথায় পাবে বরফ গলা জল?

ভূতের রাজা বললো তবে চল কানাডা চল!

কানাডা এক সত্যিকারের বরফ ছাওয়া দেশ

প্রতি বছর হয় কানাডায় ভূতের সমাবেশ।

ভূতের যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়–

তবে তাকে ভ্যাংকুভারেই পাঠিয়ে দিতে হয়।

উচ্চশিক্ষা নয় রে বোকা উচ্চ চিকিৎসায়–

ভূতের নাতি সদলবলে যাচ্ছে কানাডায়।

‘ভূত টিভি’তে পড়ছে খবর নিউজকাস্টার দিদি–

(খুব পপুলার খবর পাঠক, নাম শ্রীমতি ঋধি।)

ভূঁতেঁর নাঁতিঁ বাঁংলাঁ ভূঁতেঁর প্রঁথঁম প্রঁতিঁনিঁধিঁ

চিঁকিঁৎঁসাঁর্থে গেঁছেঁন যিঁনিঁ সুঁদূঁর কাঁনাঁডাঁতেঁ,

নাঁতিঁর জঁন্যেঁ দোঁয়াঁ মাঁহফিঁল ভূঁতেঁর মঁহঁল্লাঁতেঁ

দোঁয়াঁ পঁড়ছেঁন ভূঁতেঁর হুঁজুঁর বৃঁদ্ধঁ প্রঁবীঁন নাঁনাঁ…

ভূতের কী সব কান্ড-কীর্তি হয় না সবার জানা!

বিদেশ থেকে ভূতের নাতির খবর তো পাই নিতি

টেক্সট মেসেজে জানায় নাতি শুভেচ্ছা আর প্রীতি।

মেসেঞ্জারের নাতির সঙ্গে নিত্য কথা কই–

কানাডাতে ভূত নিয়ে নেই সামান্য হইচই!

এইদেশে নেই ভূত-ইতিহাস, কিংবা ভূতের স্মৃতি

কানাডাতে নেই রে কোথাও ভূতের কোনো ভীতি।

একটিও ভূত নেই সেখানে অনেক বছর ধরে

ভূতরা অক্কা পেয়েছে সব বরফ চাপা পড়ে!

ভূতের নাতি বলছে আমায় ইমিগ্রেশন নিতে

কিন্তু আমি চাই না যেতে হাড্ডি জমাট শীতে!

ভূতেরা কেউ দেয় না আমায় ভেংচি কিংবা লাথি।

কারণ

নাতির সঙ্গে খাতির আমার নাতিই মেরা সাথী…

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent