শুক্রবার - মার্চ ২৯ - ২০২৪

কুকুরের আক্রমণের শিকার ১১ ব্যক্তি

পুলিশ জানিয়েছে মালিক তার কুকুরটি ছেড়ে দেয় এবং আক্রমণের জন্য উদ্বুদ্ধ করে বলে অভিযোগ রয়েছে

হ্যামিল্টন ইস্ট এন্ডে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজনকে আক্রমণের জন্য কুকুর লেলিয়ে দেওয়ায় ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটার কিছু পরে ১০৪২ বার্টন স্ট্রিট ইস্টে হ্যামিল্টন পুলিশকে ডাকা হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পায়, যেখানে ১১ জনকে আক্রমণ করে কুকুরটি। কারো কারো জখম বেশ গুরুতর এবং দুইজনের অস্ত্রোপচারের দরকার পড়েছে।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, মালিক তার কুকুরটি ছেড়ে দেয় এবং আক্রমণের জন্য উদ্বুদ্ধ করে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও কুকুরটি আগ্রাসী আচরণ করছিল। এর পরিপ্রেক্ষিতে কুকুরটিকে শান্ত করতে পুলিশ কন্ডাক্টিক ওয়েপন ব্যবহার করে। কুকুরটি মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে সিক্স ডিগ্রি ফৌজদারি অবহেলার অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ফোর ডিগ্রি মৃত্যুর হুমকি বা শারীরিক আঘাতের অভিযোগও দায়ের করা হয়েছে ওই নারীর বিরুদ্ধে।

আদালতে না ওঠায় এখন পর্যন্ত ওই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

- Advertisement -

Read More

Recent