অক্টোবরে কানাডার প্রবৃদ্ধি ০.১%

অক্টোবরে কানাডার প্রবৃদ্ধি ০.১%
ছবি এরকি ম্যাকলগিান

অক্টোবরে কানাডার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সামান্য বেড়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার জানিয়েছে, অর্থনীতি দশমিক ১ মতাংশ সম্প্রসারিত হয়েছে, প্রাথমিক প্রাক্কলনের চেয়ে যা বেশি। তবে প্রকৃত জিডিপি অপরিবর্তীই রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সরকারি খাত, পাইকারী বিক্রি ও ক্লায়েন্ট-ফেসিং খাতের ভালো ফলাফলের ওপর ভিত্তি করে সেবা উৎপাদনকারী খাতের প্রবৃদ্ধি বেড়েছে। সেই সঙ্গে এই প্রবৃদ্ধি পণ্য উৎপাদন খাতের হ্রাসকে ছাপিয়ে গেছে।

সার্বিকভাবে অক্টোবরে ২০টি শিল্পখাতের মধ্যে ১১টি সম্প্রসারিত হয়েছে। পরিবহন খাতের প্রবৃদ্ধি অক্টোবরে ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে, যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোভিড-১৯ মহামারির পূর্ববর্তী অবস্তার সমান। নয় মাস ধরে নিরবচ্ছিন্ন সেবা সত্ত্বেও আকাশ পরিবহনের অবস্থা মহামারি পূর্ববর্তী অবস্থার চেয়ে ৩৪ শতাংশ কম আছে। পারফর্মিং আর্ট, স্পেকটেটর স্পোর্ট ও হেরিটেজ ইনস্টিটিউশন শিল্পের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। অক্টোবরে টরন্টো ব্লু জেস গেমস স্বাভাবিকের তুলনায় বেশি হয়েছে।

খাদ্য পরিষেবা ও পানীয় খাতের প্রবৃদ্ধি হয়েছে অক্টোবরে ২ দশমিক ১ শতাংশ। অ্যাকোমোডেশন খাতে ১ দশমিক ৬ শতাংশ হ্রাসকে যা ছাড়িয়ে গেছে।

অক্টোবরে পণ্য উৎপাদন খাতের নেতিবাচক প্রবৃদ্ধির কারণ মূলত মাইনিং, কোয়ারিং এবং তেল ও গ্যাস উত্তোলনে দুর্বলতার পাশাপাশি উৎপাদন খাতের শ্লথতা। সব মেটাল আকরিক উৎপাদন খনির কার্যক্রমই অক্টোবরে হ্রাস পেয়েছে। সবেচেয় বেশি কমেছে কপার, নিকেল, লেব ও জিংক উৎপাদন, যার হার ৪ দশমিক ৮ মতাংশ। এরপর সবচেয়ে বেশি উৎপাদন কমেছে সিলভার আকরিকের উৎপাদন ২ দশমিক ১ শতাংশ।
নভেম্বরের প্রাথমিক হিসাব প্রকৃত জিডিপি অপরিবর্তীত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই হিসাব আগামী মাসে হালনাগাদ করা হতে পারে বলে সর্তক করে দিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।

- Advertisement -

Read More

Recent