চল না হৃদয় আজ উচ্চ ঝর্ণা হয়ে।
পাহাড় ছুঁয়ে নদীতে পড়ি।
চল মন আজ ডানাযুক্ত পাখি হয়ে।
মাটি ছেড়ে আকাশে উড়ি।
চল না হৃদয় এই লোকালয় ছেড়ে।
বনবাদড়ে আজ ঘুরেফিরি।
চল না মন আজ সবিই দুঃখ ভুলে।
ছড়িয়ে দি খুশির ফুলঝুরি।
চল না হৃদয় হিমেল বাতাস হয়ে।
আনন্দে আজ গুনগুন করি।
চল মন আজ তবে শিশির হয়ে।
দূর্বাঘাসের বুকে ঝরে পড়ি।
চল হৃদয় আজ লাল গোলাপ হয়ে।
ভালোবাসার ঢালা নিয়ে বসি।
চল না মন জোনাকির আলো হয়ে।
আঁধার এই জীবন রঙ্গে ভরি।
চল হৃদয় আজ নীল সাগর হয়ে।
জলকেলির সাথে ঢেউ খেলি।
চল মন আজ শীতের চাদর হয়ে।
কারও আদরে জড়িয়ে থাকি।
ইষ্টইয়র্ক, অন্টারিও, কানাডা
- Advertisement -