বৃহস্পতিবার - এপ্রিল ১৮ - ২০২৪

অধিকাংশ ইস্যুতেই ফোর্ড সরকারের কাজ কাক্সিক্ষত মানের নয়: সমীক্ষা

অ্যাঙ্গাস রিড প্রকাশিত উপাত্ত অনুযায়ী অধিকাংশ বড় ইস্যুতেই ফোর্ড সরকার ভালো কাজ করেনি এক্ষেত্রে ব্যতিক্রম কেবল কোভিড ১৯ মহামারি মোকাবিলা

ডগ ফোর্ডের পুনরায় অন্টারিও সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পেরিয়ে গেছে। নতুন এক সমীক্ষা অনুযায়ী, অধিকাংশ ইস্যুতেই ফোর্ড সরকারের কাজকে ভালোভাবে নিচ্ছে না অন্টারিওবাসী।

অ্যাঙ্গাস রিড প্রকাশিত উপাত্ত অনুযায়ী, অধিকাংশ বড় ইস্যুতেই ফোর্ড সরকার ভালো কাজ করেনি। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল কোভিড-১৯ মহামারি মোকাবিলা।

- Advertisement -

সমীক্ষায় অংশ নেওয়া ৮১ শতাংশ অন্টারিওবাসী বলেছে, স্বাস্থ্যসেবা নিয়ে ফোর্ড সরকারের কর্মকা- ভালো নয়। জীবনযাত্রার ব্যয় নিয়ে একই মন্তব্য করেছে সমীক্ষায় অংশ নেওয়া ৭৮ শতাংশ অন্টারিওবাসী।

সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশ অন্টারিওবাসীর বিশ^াস, সাশ্রয়ী আবাসনের ব্যাপারে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি ভালো কিছু করতে পারেনি। পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকেই এটিকে অগ্রাধিকারে রেখেছে তারা।

সমীক্ষার ফলাফল বলছে, একমাত্র যে ইস্যুটিতে সরকার সমালোচনার চেয়ে বেশি প্রশংসা পেয়েছে তা হলো কোভিড-১৯ মহামারি মোকাবিলা। ৪৯ শতাংশ অন্টারিওবাসী বলেছে, মহামারি ব্যবস্থাপনায় সরকার ভালো করেছে। তবে মহামারি ব্যবস্থাপনায়ও সরকার খারাপ করেছে বলে জানিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া ৪৬ শতাংশ অন্টারিওবাসী। এ ব্যাপারে নিশ্চিত নয় বলে জানিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া ৪ শতাংশ অন্টারিওবাসী।

এমন এক সময় সমীক্ষার এ ফলাফল প্রকাশিত হলো যখন প্রিমিয়ার ডগ ফোর্ডের জনপ্রিয়তা কমছেই। গত ৭ ডিসেম্বর প্রকাশিত অ্যাঙ্গাস রিডের আরেকটি সমীক্ষার ফলাফল অনুযায়ী, ফোর্ডের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মাত্র ৩৪ শতাংশ অন্টারিওবাসী। এ হিসেবে কানাডায় সবচেয়ে কম জনপ্রিয় প্রিমিয়ারদের মধ্যে ডগ ফোর্ড অন্যতম। জুনের নির্বাচনের পর থেকে ডগ ফোর্ডের জনপ্রিয়তা ১১ পয়েন্ট হ্রাস পেয়েছে।

এসবের পরও অন্টারিওবাসীর ভোট দেওয়ার প্রবণতায় পরিবর্তন এসেছে সামান্যই। এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে ৩৭ শতাংশ ভোটার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিতে চার ২৭ শতাংশ ও লিবারেলদের ২৫ শতাংশ ভোটার।

জুনের নির্বাচনের আগেও এমনটাই দেখা গিয়েছিল। ওই সময় ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন ৪১ শতাংশ অন্টারিওবাসী।

উল্লেখ্য, ১ হাজার ৫৮ জন অন্টারিওবাসীর ওপর অনলাইনে ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করা হয়।

- Advertisement -

Read More

Recent