বৃহস্পতিবার - এপ্রিল ১৮ - ২০২৪

‘স্যার একটু বাইরে আসেন কথা আছে”

[ উৎসর্গ/ শহিদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের পুত্র ফাহিম রেজা নূরসহ একাত্তরের  শহিদ বুদ্ধিজীবী পরিবারের সকল সদস্যকে]

- Advertisement -

ঠক ঠক ঠক দরজায় নক, নিঝুম পাড়া

রাস্তাঘাটে জন মানুষের নেইকো সাড়া।

ডিসেম্বরের দুঃসহ কাল মৃত্যু নাচে–

‘স্যার একটু বাইরে আসেন কথা আছে।’

ছাত্ররূপী যুবকগুলো ক্রুদ্ধ-ক্ষ্যাপা,

শাদা রঙের মাইক্রোবাসটা মাটি ল্যাপা–

স্যারের চোখে পট্টি বেঁধে তুললো তাতে,

স্বয়ংক্রিয় অস্ত্র ছিলো ওদের হাতে।

সেই যে গেলেন, ফেরেন নি আর স্যাররা কেহ।

বধ্যভূমির মধ্যে তাঁদের নিথর দেহ!

দেশের সেরা সন্তানেরা লুটিয়ে পথে!

স্বাধীনতা এলো তাঁদের রক্ত-রথে।

স্মৃতিচিহ্ন বুদ্ধিজীবীর চশমা-চাদর…

নাও গো শহিদ জন্মভূমির প্রেম ও আদর।

ফুলে ফুলে আজকে তোমার সৌধ ঘেরা

(আজও কাঁদে বিধবা মা, সন্তানেরা)…

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent