বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস যা লিখলেন

বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস যা লিখলেন

সম্প্রতি জন্মদিন পালন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জানিয়েছেন, জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে। শাকিব জন্মদিনে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন।

বুবলী জানান, ‘জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের (শাকিব-বুবলীর সন্তান) বাবা শাকিব খান দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ’।

বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস যা লিখলেন

সেই খবর চিত্রনায়িকা অপু বিশ্বাস শেয়ার করেছেন ফেসবুকে। অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কী যে মজা!’

বুধবার বুবলীও তাঁর ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠলো আরে ওই বেটি যে আপনাদের ছবি সহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি, হাহাহা!

- Advertisement -

Read More

Recent