অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকের সরবরাহ সংকট

অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিকের সরবরাহ সংকট

বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিনের সরবরাহ সংকটের কথা জানিয়েছে হেলথ কানাডা। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, চারটি কোম্পানি সানিস হেলথ ইনকরপোরেশন, অ্যাপোটেক্স ইনকরপোরেশন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন ইনকরপোরেশন ও টেভা কানাডা লিমিটেড অ্যামোক্সিসিলিনসমৃদ্ধ ওষুধের ঘাটতির কথা উল্লেখ করেছে। অ্যামোক্সিসিলিন সাধারণত কানের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে নিউমোনিয়ার চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে অ্যান্টিবায়োটিকটি।

এর বাইরে আরও আটটি কোম্পানি কানাডায় অ্যামোক্সিসিলিনসমৃদ্ধ ওষুধ বাজারজাত করছে এবং তাদের পক্ষ থেকে সরবরাহ ঘাটতির কোনো তথ্য আসেনি বলে জানাচ্ছে সংস্থাটির ড্রাগ প্রোডাক্ট ডেটাবেজ। হেলথ কানাডা এক বিবৃতিতে বলেছে, কানাডায় অ্যামোক্সিসিলিনের সরবাহ কোনো কারণে প্রভাবিত হয়েছে কিনা তার তা মূল্যায়ন করে দেখবে। সেই সাথে এটা সরবরাহ সমস্যা হলে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। কানাডিয়ানদের জন্য প্রয়োজনীয় ওষুধটির প্রাপ্যতা নিশ্চিত করা কানাডা সরকারের প্রধান অগ্রাধিকার।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও মুখে খাওয়ার পাউডার অ্যামোক্সিসিলিনের সরবরাহ সংকটের কথা উল্লেখ করেছিল। ওষুধটির ঘাটতির কথা জানিয়েছে অস্ট্রেলিয়াও।

কানাডিয়ান ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশনের এডিটর-ইন-চিফ ড. ব্যারি পাওয়ার বলেন, অ্যামোক্সিসিলিনের সংকট আন্তর্জাতিক। এখন এটা কেবল ফার্মেসি পর্যায়ে দেখা দিয়েছে। ভারত ও চীন থেকে অ্যামোক্সিসিলিনের কাঁচামালের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু কেন এর উৎপাদন কঠিন হচ্ছে সে সম্পর্কে আমার জানা নেই। আমরা এখন বিদেশি বাজারের দয়ার ওপর নির্ভর করে আছি। আন্তর্জাতিক বাজারে ঘাটতি দেখা দিলে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। ফার্মেসিগুলো এখন পর্যন্ত অ্যামোক্সিসিলিনসমৃদ্ধ ওষুধের ঘাটকির কথা জানায়নি। কিন্তু কিছু ফার্মেসিকে অন্য ব্র্যান্ডের ওষুধের সরবরাহ আদেশ দিতে হচ্ছে।

হেলথ কানাডার নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির ওষুধেল ঘাটতি দেখা দিলে তা জানানো বাধ্যতামূলক। ড্রাগ শর্টেজেজ কানাডা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে অ্যামোক্সিসিলিনসমৃদ্ধ ১০টি ওষুধের সরবরাহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে উৎপাদন বিঘœ বা চাহিদা বৃদ্ধির কথা বলা হয়েছে।

- Advertisement -

Read More

Recent