বাড়ি নির্মাণে গ্রিনবেল্ট থেকে জমি সরিয়ে নেওয়ার প্রস্তাব

বাড়ি নির্মাণে গ্রিনবেল্ট থেকে জমি সরিয়ে নেওয়ার প্রস্তাব
আবাসন মন্ত্রী স্টিভ ক্লার্ক ৫ নভেম্বর বলেন গ্রিনবেল্টের ১৫টি পৃথক স্থান থেকে ৭ হাজার ৪০০ একরের মতো জমি সরিয়ে নিতে ৩০ দিনের পরামর্শ শিগগিরই শুরু করতে যাচ্ছে সরকার

অন্ততপক্ষে ৫০ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজনে সংরক্ষিত গ্রিনবেল্ট থেকে জমি সরিয়ে নেওয়ার প্রস্তাব করতে যাচ্ছে অন্টারিও। তবে অন্য স্থানে গ্রিনবেল্টের আওতায় নতুন জমি অন্তর্ভুক্ত করা হবে, যা গত বছর দেওয়া প্রতিশ্রুতির বিপরীত।

আবাসন মন্ত্রী স্টিভ ক্লার্ক ৫ নভেম্বর বলেন, গ্রিনবেল্টের ১৫টি পৃথক স্থান থেকে ৭ হাজার ৪০০ একরের মতো জমি সরিয়ে নিতে ৩০ দিনের পরামর্শ শিগগিরই শুরু করতে যাচ্ছে সরকার। এটা সফল হলে জমির মালিকরা দ্রুত বাড়ির পরিকল্পনা করতে পারবেন এবং ২০২৫ সাল নাগাদ নির্মাণ করতে পারবেন। এর উদ্দেশ্য হচ্ছে ওইসব জমিতে অন্তত ৫০ হাজার বাড়ি নির্মাণ করা। আগামী ১০ বছরে ১৫ লাখ বাড়ি নির্মাণে সরকারের যে পরিকল্পনা এটা তারই অংশ।

উন্নয়ন কর্মকা- থেকে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলকে সুরক্ষার লক্ষ্যে গ্রিনবেল্ট তৈরি করা হয়েছে। ক্লার্ক এক বিবৃতিতে বলেন, গ্রিনবেল্টের প্রস্তাবিত পরিবর্তন এগিয়ে নিতে পরামর্শ শুরুর ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নিচ্ছি। এই প্রস্তাব আমাদের মিউনিসিপাল অংশীদারদের অন্তত ৫০ হাজার নতুন বাড়ি নির্মাণে সহায়তা করবে। সার্বিকভাবে গ্রিনবেল্টের পরিসরও বাড়বে।

সরকার এখন নতুন করে ৯ হাজার ৪০০ একর জমি গ্রিনবেল্টে অন্তর্ভুক্তির প্রস্তাব করছে। প্যারিস গল্ট মোরেইনের কিছু অংশ এবং গ্রেটার গোল্ডেন হর্সশুর ১৩টি আরবান রিভার ভ্যালি এর মধ্যে অন্তর্ভুক্ত। এ হিসাবে গ্রিনবেল্ট থেকে জমি সরিয়ে নেওয়ার পরও এর আকার ২ হাজার একর বাড়বে বলে জানান ক্লার্ক।

উন্নয়ন কর্মকা- থেকে গ্রেটার গোল্ডেন হর্সশু এলাকার কৃষি ও পরিবেশগতভাবে সংবেদনশীল জমিকে রক্ষার প্রয়োজনে ২০০৫ সালে গ্রিনবেল্ট তৈরি করে অন্টারিও।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent