শুক্রবার - মার্চ ২৯ - ২০২৪

মেন্ডিসিনোর বিরুদ্ধে বিচারককে বিভ্রান্ত করার অভিযোগ

মার্কো মেন্ডিসিনো তার বিরুদ্ধে তোলা অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন

সাবেক অভিবাসনমন্ত্রী মার্কো মেন্ডিসিনোর বিরুদ্ধে ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় একজন ফেডারেল বিচারককে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে হাউজ অব কমন্সের অভিবাসন বিষয়ক কমিটি। যদিও মার্কো মেন্ডিসিনো তার বিরুদ্ধে তোলা অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

অভিযোগটি উঠে ২০২০ সালে অভিবাসন সংক্রান্ত পরামর্শ নিয়ন্ত্রণের জন্য নতুন একটি কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। একই ধরনের নাম যাতে না নিতে পারে সেজন্য বিদ্যমান প্রতিষ্ঠান ইমিগ্রেশন কনসালট্যান্টস অব কানাডা রেগুলেটরি কাউন্সিল সরকারকে ফেডারেল আদালতে দাঁড় করায়। নতুন প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় কলেজ অব ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসাট্যান্টস।

- Advertisement -

বিষয়য়টি নিয়ে আদালতের শুনানির দিন প্রিভি কাউন্সিল তাদের ওয়েবসাইটে একটি আদেশ প্রকাশ করে। তাতে বলা হয়, কলেজ প্রতিষ্ঠার জন্য আইন কার্যকর হয়েছে। ফেডারেল আদালতকেও বিষয়টি জানানো হয়। এর কয়েকদিন পর সরকার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে মেন্ডিসিনো কলেজ অব ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালট্যান্টস আইন সত্যি সত্যিই বলবৎ হয়েছে বলে জানান।

২০২০ সালের ২৬ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘোষণার মধ্য দিয়ে মন্ত্রী নতুন একটি পেশাদার প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালট্যান্টস নিয়ে এগিয়ে যাওয়ার ম্যানডেট দিয়েছেন।

বাস্তবতা হলো, আইনটি ২০২০ সালের ৯ ডিসেম্বরের আগে কার্যকর হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশের কয়েক দিন পর এটি সংশোধন করা হয়।

মেন্ডিসিনোর যোগাযোগ বিষয়ক পরিচালক অ্যালেক্স কোহেন বলেন, যা হয়েছে সেটা মানুষের ভুলে। গভর্নর জেনারেল আদেশে স্বাক্ষর করার দিন থেকেই এটি কার্যকর হওয়ার কথা এবং বিভাগের কর্মকর্তারা তারিখে ভুল করেছেন। ভুলটি সামনে আসার পর আদালতকে তা জানানো হয়েছে।

কোহেন বলেন, ২০২০ সালের ৯ ডিসেম্বর সরকার আদালতকে বিষয়টি জানিয়েছে। অর্থাৎ, আদালতের রুলিংয়ের এক সপ্তাহের বেশি সময় আগে বিষয়টি জানানো হয়।

২০২০ সালের ২৪ ডিসেম্বর দেওয়া রুলিংয়ে বিচারক জ্যানেট ফুহরার ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় অভিযোগকারীর পক্ষ নেওয়ার আগে সঠিক তারিখের বিষয়টি সামনে আনেন এবং একটি ইনজাংশন জারি করেন।

 

- Advertisement -

Read More

Recent