বুধবার - এপ্রিল ২৪ - ২০২৪

কারা আপনাকে হিংসা করে যেভাবে বুঝবেন

ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র, সবখানেই বাধার সম্মুখীন হতে হয় কিছু হিংসুটে লোকের কারণে। আপনাকে এবং আপনার কাজ সহ্য করতে পারেন না এমন লোকই হয়তো বসে আছে আপনার পাশে। কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারছেন না। কারণ, মুখোশধারীরা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করে।

- Advertisement -

চলুন জেনে নিই প্রকৃত হিংসাকারী চেনার উপায়-

  • লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
  • খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি চাটুবাক্য প্রকাশ করা মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বসবাস করে।
  • কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখে তাহলে বুঝবেন যে তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।
  • সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান। এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসার জাল বুনে চলেছেন।
  • খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছে কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উৎসদাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনো গোপন ঈর্ষা থেকেই এ কাণ্ড ঘটাচ্ছেন।
  • কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।
- Advertisement -

Read More

Recent