বৃহস্পতিবার - এপ্রিল ১৮ - ২০২৪

মানুষ বনাম সমাজের উদ্ভট নিয়মের গল্পে মোশাররফ করিম

প্রথমবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য কাজ করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ‘দাগ’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি, যেটির পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমাদ্দার। এই পরিচালকেরও চরকির সঙ্গে এটি প্রথম কাজ। তবে মোশাররফ করিমের সঙ্গে প্রথম নয়।

- Advertisement -

এর আগে সঞ্জয় সমাদ্দারের কয়েকটি নাটকে কাজ করেছেন মোশাররফ করিম। এবার করলেন ওয়েব ফিল্মে।

মানুষ বনাম সমাজের উদ্ভট কিছু নিয়ম নিয়ে সঞ্জয় সমাদ্দারের ‘দাগ’ ছবির গল্প। সেখানে মোশাররফ করিম রয়েছেন মূল ভূমিকায়। ঢাকার উত্তরা, হলি ফ্যামিলি হাসপাতাল, সদরঘাট, পুরান ঢাকাসহ আরও কয়েকটি জায়গায় চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘দাগ’–এর মোট ১১ দিন শুটিং হয়েছে।

ফিল্মটির গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। সবাই তা মুছে ফেলতে চায়। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছেও ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু পারিনি। সেই মুছতে না পারা দাগের গল্পই হলো দাগ।’

ফিল্মটিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবেন। সেই সঙ্গে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবেন। এমন একটা গল্পের সঙ্গে থাকার জন্য চরকিকে ধন্যবাদ। সেই সঙ্গে কাজটির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ।’

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আমরা অনেক সময় সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারি না। কঠোর সামাজিক বিধি আমাদের অনেক যাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। মানুষও ইতস্তত বোধ করে। সেই সব সামাজিক ব্যাধি দূর করে কীভাবে এগিয়ে যেতে হয়, সেটাই আমি এই ফিল্মে বলার চেষ্টা করেছি।’

মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘এটা মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার চার নম্বর কাজ। সবগুলো কাজেই আমি দারুণভাবে স্যাটিসফায়েড। এত বড় মাপের একজন অভিনয়শিল্পী তিনি, চরিত্রটা এতটা বাস্তবসম্মত করে তোলেন, যা যেকোনো নির্মাতার জন্য অসম্ভব ভালো লাগার।

মোশাররফ করিম ছাড়াও এই ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নরেশ ভূঁইয়া, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম ও নিশাত প্রিয়ম। তবে সেখানে মোশাররফ করিমের চরিত্রটা ঠিক কেমন, সেটা খোলাসা করেননি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Read More

Recent