শুক্রবার - এপ্রিল ২৬ - ২০২৪

কবিতা: মৃতদের ছায়া নড়ে না

পলক ফেলতেই চরিত্রেরা বদলে যাচ্ছে।
হাটুরে ঘরে ফিরলেই গৃহস্থ,
প্রতিবেশী মাঠে গেলেই কৃষক।
বিদ্যালয় হতে ছাত্রী বাড়ি ফিরলে
স্নেহের কন্যা হয়ে যায়।
আস্থার মানুষের চরিত্রে তস্কর লুকিয়ে,
খিলখিল হাসিতে মগ্ন মানুষের বুকের
চোরাবালিতে কষ্টেরা বসবাস করে।

- Advertisement -

মাঝরাতে যে ট্রেনটা ঘরদুয়ার কাঁপিয়ে চলে যায়
তাকে ধন্যবাদ। অন্ধকার নিরালায় বসে বসে আমি দেখেছি,
মানুষেরা কিছু নয়, সবাই নিজ চরিত্রের ছায়া।
সেই ছায়ার পেছনে দৌড়ে বেড়াচ্ছে ছায়ার মানুষ।
কি আশ্চর্য! জোনাকীর ছায়া পড়ে না
আর মৃতদের ছায়া নড়ে না।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Read More

Recent