উকিল বাবার আমন্ত্রণে চরকি কার্নিভ্যালে গিয়ে উচ্ছ্বসিত পরীমনি

উকিল বাবার আমন্ত্রণে চরকি কার্নিভ্যালে গিয়ে উচ্ছ্বসিত পরীমনি

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ চেনা রূপে পাওয়া গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে হয় এই আয়োজনের প্রথম আসর। সেখানে স্বামী শরীফুল ইসলাম রাজের সঙ্গে দেখা মেলে পরীমনির।

এর মাধ্যমে প্রায় এক বছর পর কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলোচিত এই নায়িকা। এদিন পরীমনির পরনে ছিল বটল গ্রিন গাউন। চরকির ওই অনুষ্ঠানে প্রায় ঘণ্টাদেড়েক ছিলেন রাজ-পরী।

এই আয়োজনে স্বামী-সন্তানসহ তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল বলে জানান পরীমনি। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়িকা। বলেন, ‘চরকি তো আমার পরিবারের মতো। শ্বশুরবাড়িও বলতে পারেন, বাবার বাড়িও বলতে পারেন। কারণ, আমাদের বিয়ের উকিল বাবা চরকির প্রধান পরিচালক রেদওয়ান রনি। তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম অনুষ্ঠানে।’

উকিল বাবার আমন্ত্রণে চরকি কার্নিভ্যালে গিয়ে উচ্ছ্বসিত পরীমনি

নায়িকা আরও বলেন, ‘বাসার কাছাকাছি বলেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। অনুষ্ঠানস্থল বাসা থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিটের রাস্তা। বেশি দূরে হলে হয়তো বাবুকে রেখে যাওয়া হতো না।’

অনেক দিন পর তাকে অনুষ্ঠানে দেখতে যে অনেকে মুখিয়ে ছিলেন, সেটা ভালোই জানেন পরীমনি। তার ভাষায়, ‘মা হওয়ার পর সবাই আমাকে নাদুসনুদুস মা হিসেবে দেখবে। সেটাও একটা মজার ব্যাপার। তবে যা–ই বলেন, নায়িকারা মা হওয়ার কয়েক মাসের মাথায় এভাবে এত বড় অনুষ্ঠানে সবার সামনে আসাটাও কিন্তু সাহসের ব্যাপার।’

কাজে ফেরা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘কাজে ফেরার একটা প্রস্তুতি থাকে। সন্তানের বয়স তো মাত্র দুই মাস। আপাতত ভাবছি না। প্রস্তুতি নিয়ে একেবারে উপযুক্ত হয়েই ফিরব। সেটা সময়মতো জানতে পারবেন।’

চলতি বছরের ১০ আগস্ট তারকা দম্প্রতি রাজ-পরীর ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম আহমেদ রাজ্য। এর আগে গত ১০ জানুয়ারি রাজের সঙ্গে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন নায়িকা। এর কয়েক মাস পর থেকে কোনো অনুষ্ঠানে উপস্থিত ও শোবিজের কাজ থেকে দূরে ছিলেন পরীমনি। সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Read More

Recent