শুক্রবার - এপ্রিল ২৬ - ২০২৪

জলজ জীবন

নদীতে ভেলার ওপরে বাস করা ছিল খুবই আনন্দের। আমাদের মাথার ওপরে আকাশভর্তি তারা থাকত। আমরা দুজনে চিৎ হয়ে শুয়ে সেগুলোর দিকে তাকিয়ে থাকতাম। আর আলোচনা করতাম তারাগুলো কি কেউ তৈরি করেছে, নাকি এমনিতে এমনিতেই হয়ে আছে।

- Advertisement -

জিম বিশ্বাস করত যে, ওগুলোকে তৈরি করা হয়েছে। তবে আমি ভাবতাম যে, এতগুলো তারা তৈরি করতে তো অনেক সময় লাগার কথা। জিম বলত যে চাঁদ সেগুলোকে পেড়ে থাকতে পারে। তার কথাকে আমার কাছে কিছুটা হলেও যুক্তিসঙ্গত মনে হতো। কাজেই আমি তার বিরুদ্ধে কিছুই বলতাম না। কারণ, আমি দেখেছি ব্যাঙ একসাথে অনেক ডিম পেড়ে থাকে। কাজেই এটাও সম্ভব।

আমরা আকাশ থেকে তারাদের পড়ে যেতেও দেখতাম। সেগুলো পৃথিবীর দিকে ছুটে আসত। জিম ধারণা করত যে, সেগুলো ছিল নষ্ট ডিম এবং সেকারণেই তাদেরকে বাসা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল।

মূলঃ Mark Twain (উপন্যাসঃ The Adventures of Huckleberry Finn)

- Advertisement -

Read More

Recent