পাটায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন পূজা চেরি

Puja Cherry Roy : পাটায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন পূজা চেরি - Toronto Bangla Town | Digital Bangla Weekly Magazine

বর্তমান সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্পদিনের মধ্যেই খোলস ভেঙে বেরিয়ে এসে নির্মাতাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

ওয়েব ফিল্মের শুটিংয়ে এখন ব্যাংককে অবস্থান করছেন পূজা। শুটিংয়ের ফাঁকে ব্যাংককের বিভিন্ন স্থানে বেড়াচ্ছেন তিনি। সেসব ছবি পোস্ট করছেন ফেইসবুকে। তেমনই কয়েকটি ছবি থেকে ধারণা করে নেওয়া যায় পাতায়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন এই নায়িকা। পূজা চেরির এসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে অন্তর্জালে।


মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘পরী’র শুটিংয়ে অংশ নিতেই পূজা ব্যাংককে আছেন। এতে তাকে একজন বার ড্যান্সারের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন জোভান আহমেদ। আগামী ৫ সেপ্টেম্বর শুটিং শেষ করে ঢাকা ফিরবেন বলে জানান এই অভিনেত্রী।

পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমার শুটিং শেষ। সিনেমাটি আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে বলে জানান পূজা।

- Advertisement -

Read More

Recent