শুক্রবার - এপ্রিল ২৬ - ২০২৪

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিবাহিত নারী

বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার অন্যতম শর্ত হলো প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। গত ৭০ বছর ধরে এই নিয়ম চলে আসছে। সাত দশক পর এই নিয়মে পরিবর্তন এনেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

- Advertisement -

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭২তম আসর। এ আসরে বিবাহিত নারী ও সন্তানের মা হলেও অংশ নিতে পারবেন।

বর্তমান নিয়ম অনুসারে, ১৮-২৮ বছর বয়েসী অবিবাহিত নারী (ডিভোর্সি গ্রহণযোগ্য নয়) এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিবাহিত ও সন্তানের মা হলে তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না। নতুন নিয়মে, বিবাহিত ও সন্তানের মা হলেও তিনি অংশ নিতে পারবেন। কিন্তু বয়স সীমা একই থাকবে।

এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেন—‘সময় পরিবর্তনশীল; সময়ের তাগিদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ এটিকে যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে সাধুবাদ জানাচ্ছেন ফ্যাশন জগতের মানুষ।

- Advertisement -

Read More

Recent