মঙ্গলবার - এপ্রিল ১৬ - ২০২৪

ম-তে মধ্যবিত্ত

ছবিশেল কানাডা

Shell গ্যাস স্টেশনে লেখা, যাদের CAA এর মেম্বারশিপ আছে তারা স্টেশন থেকে গ্যাস নিলে ডিসকাউন্ট পাবে। আমার CAA এর মেম্বারশিপ আছে। গ্যাসের যে চড়া মূল্য তাই আগ্রহী হয়ে shell গ্যাস স্টেশনে গাড়ি নিয়ে ঢুকলাম। দেখলাম লেখা আছে, মূল্য আগেই পরিশোধ করতে হবে।
আমি ভিতরে কাউন্টরে গিয়ে ৬০ ডলারের রেগুলার গ্যাস(অকটেন) নিতে চাইলাম। কাউন্টারে এক ইন্ডিয়ান মেয়ে আছে। আমি CAA এর মেম্বারশিপ কার্ড তাকে দিলাম। মেয়েটি সেটি তার মেসিন দিয়ে স্ক্যান করে নিলো। এর পর জানতে চাইলো আমি কিভাবে মূল্য পরিশোধ করবো। আমি বললাম, ভিসা কার্ডে। মেয়েটি সব রেডি করে মেসিনে ভিসা কার্ড ট্যাপ করতে বললো। আমি ভিসা কার্ড ট্যাপ করলাম। মেয়েটি বললো, রিসিট চাই? আমি বললাম, দাও। সেই সংগে জানতে চাইলাম, এই যে CAA এর মেম্বারশিপ থাকলে ডিসকাউন্ট দাও, সেটা আসলে কতো? মেয়েটি বললো, প্রতি লিটারে তিন সেন্ট।
আমি মাথা চুলকাতে চুলকাতে হিসাব করছি, ৬০ ডলারে তাইলে কতো ডিসকাউন্ট!!
এর পর মনে মনে বললাম, এইডা কিছু হইলো??
আমার সমস্যাটাও ওই সুমন্ত আসলামের লেখার মতো,”ম-তে মধ্যবিত্ত, ম–তে মানিয়ে নেওয়া”।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent