শুক্রবার - এপ্রিল ২৬ - ২০২৪

নৌকাযোগে আটলান্টিকের তীরে


নৌকাযোগে আটলান্টিকের তীর ধরে রুক্ষ পাহাড়ের গায়ে গায়ে ২ ঘন্টার রহস্যময় গুহা ভ্রমন, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
পর্তুগালের আলগার্ভ অঞ্চল, দেশের সর্বদক্ষিণে রুক্ষ পাথুরে অতলান্তিকের উপকূলরেখা, খাড়া পাহাড়ের গায়ে গায়ে রয়েছে লুকানো রহস্যময় গুহা, সাথে রোদে ভেজা সোনালি বালির সৈকত, প্রাচীন রূপকথার মত দুর্গ, এক কথায় শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য।
বাংলায় প্রবাদ রয়েছে, ঘঁষতে ঘঁষতে কঠিন পাথরও ক্ষয় হয়ে যায়।
বিশেষজ্ঞের মতে ২০ মিলিয়ন বছর ধরে জলের ঢেউ দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়ে গঠিত হয়েছে এসব গুহা। গুহাগুলি অনেক সময় অন্ধকার এবং বিষণ্ণ স্থানের চিত্র বলে ভয়ের জাদু সৃষ্টি করে। আবার অনেক গুহায় উপরেও খোলা গর্ত রয়েছে প্রাকৃতিক আকাশের আলো লক্ষনীয় (স্কাইলাইট), বৃষ্টিপাতের ফলে অনেক স্থানে নরম পাথর ধসে গিয়ে উপরে গর্ত তৈরী হয়েছে যা ভেদ করে প্রচুর সূর্যালোক প্রবেশ করতে দেখা যায়, খুব স্বতন্ত্র বৈশিষ্ট্য যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয়।
প্রযুক্তিগতভাবে গুহার পাশে নৌকা নোঙ্গর করে দিলে, আপনি গুহার নিচে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে পারেন, তবে সাহসী হতে হবে এবং গ্রীষ্ম হলেও জল বেশ ঠান্ডা। আমাদের সহযাত্রী অনেকে জলে ডুবকী দিয়েছে ।
অ্যালগারভ ইউরোপের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল গন্তব্য স্থান গুলির মধ্যে একটি, তবে পরিপূর্ণ অন্বেষণ ও আনন্দ নিতে গ্রীষ্মে যেতে হবে আপনাকে।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent