শুক্রবার - এপ্রিল ১৯ - ২০২৪

টিউলিপের ফ্যাস্টিভেল

ছবি কানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যাল

যেদিকে তাকাই রঙ। গোলাপী থেকে গাড় মেজেন্টা। হালকা থেকে গাড় বেগুনি। পার্পল থেকে ভায়লেট। সাদা, লাল, হলুদ, রঙের ছড়াছড়ি চারপাশে। গানে বামে ফুল আর ফুল।
কখনও নীল, গাড় থেকে হালকা। আর থোকা থোকা গুচ্ছো গুচ্ছো সাদা গাছ ফুলের ভাড়ে নুয়ে পরছে যেন।
রোদ, মেঘ, বৃষ্টি আর সকাল সন্ধ্যা, দুপুরে তাদের ভিন্ন ভিন্ন ভাব ভঙ্গী।
সাকুরা আর টিউলিপের ফ্যাস্টিভেল এত বিখ্যাত হয়েছে। তা দেখতে ছুটে ছুটে যাই এখানে ওখানে। ওদের শুধুই সৌন্দর্য কোন ঘ্রাণ নেই। অথচ লাইলাক নানা রঙের সাদা, গোলাপী, হালকা আর গাড় বেগুনি ঝাক বেঁধে গাছ জুড়ে অযত্নে অবহেলায় ফুটেই শুধু থাকে না সারা বাড়ি ঘর ঘ্রাণে ভরিয়ে তুলে। গত কয়েক দিন ধরে লাইলাকের ঘ্রাণের মাঝে সবুজ লনে ঘাসের উপর শুয়ে বসে কাটিয়ে দিলাম। প্রচণ্ড বাতাস আর বৃষ্টির জন্য দুদিন তাদের কাছে যেতে পারছি না। তাকিয়ে দেখছি জানলার বাইরে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সেজে উঠা। ঘরে রেখে দেয়া ফুল গুলো ছড়াচ্ছে সুগন্ধ।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent