শুক্রবার - এপ্রিল ১৯ - ২০২৪

ফুলগুলো চোখ মেলেছে

ছবিরোকসানা লেইস
পথে পথে ঘুরে ঘুরে বাড়ি ফিরে এলাম আবার। কয়েক হাজার মাইল পথ পারি দিলাম গত কয়েক দিন ধরে। ভিন্নতার মাঝে সব কিছু ভিন্ন মনে হলো না অবশ্য। অনেক বছর ধরে নিজের জীবন যাপনও মিলে গেছে পশ্চাত্য জীবন অভ্যস্ততার সাথে।
বাড়ি ভর্তি পরিজন নিয়ে আবার জমাটি আনন্দ। দুই আনন্দ দুই রকম। অজানাকে দেখা জানা সংগ্রহ করা অভিজ্ঞতা নতুনের।
আবার বাড়িতে নিজের মতন আরাম আয়েস। সাথে যখন থাকে প্রিয়জন হাসিখুশি রাখার ছোট্ট মানুষ। জীবন্ত পুতুল। সারাদিন কেটে যায় নতুনের নতুন বেড়ে উঠা জীবনের আনন্দ দেখে।
বাড়ি ভর্তি এখন ফুলের সমারোহ। একটা একটা করে গাছ গুলো হাসছে কত রকম ফুলে । রঙিন আনন্দ চারপাশে। পাখি আর প্রজাপতির উড়াউড়ি। সুন্দরের ভীড় ভালোলাগা।

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent